সিলেট পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয় ছাতক, সুনামগঞ্জ। EIIN:129821 MPO Index: প্রতিষ্টাকাল:১৯৭৬ খ্রি. প্রধান শিক্ষক: জনাব মো. শরীফ উদ্দিন
স্কুলের ইতিকথা- প্রথম পর্ব :
সিমকাক জুনিয়র হাইস্কুল থেকে এস.পি.পি.এম.হাইস্কুল (১৯৭৬-২০০২)
১৯৬৩ইং সালে তৎকালীন পাকিস্তান আমলে কেন্দ্রীয় সরকার এফআইডিসি বা বন শিল্প উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জ মহকুমার অন্তর্গত ছাতক থানার কুমনা , পূর্ব কামারগাও,বাগবাড়ী,মাধবপুর মৌজায় ১৩৯ একর ভূমি অধিগ্রহন করে ‘সিলেট মন্ড ও কাগজ কল’ নামে একটি প্রজেক্ট চালু করে । ১৯৬৩-৭০ইং পর্যন্ত প্রকল্পটি এফআইডিসি নামে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১-৭৮ইং এর মার্চ পর্যন্ত বিএফআইডিসি নামে পরিচালিত হয়। এপ্রিল ১৯৭৮ থেকে নভেম্বর ২০০২ইং পর্যন্ত বিসিআইসি – এর অধীনে সিলেট পাল্প এন্ড পেপার মিলস নামে পরিচালিত হয়।
১৯৭৫ সালে পরীক্ষামূলক ভাবে মিলটি উৎপাদন শুরু করে এবং ১৯৭৭ সালের জুলাই মাসে বাণিজ্যিকভাবে উৎপাদনে আসে। মিলের...
পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৬ খ্রিঃ থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে ছাতক উপজেলা তথা সুনামগঞ্জ জেলার বৃহওর জনগোষ্ঠির মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে কর্মরত।
এই বিদ্যালয়ে আমি ২০০৪ সালে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি। শুরু থেকেই একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় নিয়ে আন্তরিকতা,দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে নিজে সচেষ্ট হই এবং আমার সহকর্মীদেরকেও সেভাবে উদ্বুদ্ধ করি। সকল শিক্ষক-শিক্ষিকা টানা নিরলস পরিশ্রম...
সিলেট পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয় ছাতক, সুনামগঞ্জ। EIIN:129821 MPO Index: প্রতিষ্টাকাল:১৯৭৬ খ্রি. প্রধান শিক্ষক: জনাব মো. শরীফ উদ্দিন
স্কুলের ইতিকথা- প্রথম পর্ব :
সিমকাক জুনিয়র হাইস্কুল থেকে এস.পি.পি.এম.হাইস্কুল (১৯৭৬-২০০২)
১৯৬৩ইং সালে তৎকালীন পাকিস্তান আমলে কেন্দ্রীয় সরকার এফআইডিসি বা বন শিল্প উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জ মহকুমার অন্তর্গত ছাতক থানার কুমনা , পূর্ব কামারগাও,বাগবাড়ী,মাধবপুর মৌজায় ১৩৯ একর ভূমি অধিগ্রহন করে...
আমাদের এস.পি.পি.এম.হাইস্কুলের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত এর মাধ্যমে আমরা সরকারের ডিজিটালকরণ প্রক্রিয়ায় একধাপ এগিয়ে গেলাম। ওয়েবসাইটের মাধ্যমে আশা করি অভিভাবক , শিক্ষক – শিক্ষিকা ম্যানেজিং কমেটি ও ছাত্র- ছাত্রীদের মধ্যে সার্বিক কার্যক্রমের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি আশা করি।আমি আরও আশা করি,ওয়েবসাইট ডেভেলপমেন্টকার্যক্রম টি তথ্য বহুল এবং আপডেট থাকবে। ছাত্র-ছাত্রীর উপস্থিতি, পরীক্ষার রেজাল্ট, বেতন, সিলেবাস,...